অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

হয়তো এ বর্ষায়...


.



সম্পূর্ণা
============================
তারাদের রূপকথা গেছে থেমে, আকাশ লিখছে রূপান্তরের কাহিনী
শ্রান্ত মেঘ অঝোর,বর্ষার প্রতিকূলে ভেসে গেছে প্রিয় মাটির ঘরবাড়ি 
পূর্বাভাসহীন অনিশ্চিতে আবহাওয়ার ঠিকানা। নতুন করে ভেজে না চোখ
চিঠিতে পুনশ্চ লিখেছিল শ্রাবণ, কাগজের নৌকায় গেছে ভেসে অপর্যাপ্ত শোক

কবে সময় ফিরেছিল শেষ? প্রিয়জন খুঁজেছিল আশ্রয়ের আত্মজীবনী
শেষ যতি চিহ্নের পরবর্তীতে আবারও আরম্ভ, মৃত বুকে নিঃশ্বাসের সম্মতি
খরস্রোতা স্রোতও শ্যাওলা ধরা নুড়িপাথর বেছানো গোপন হৃদে 
মুখর পাহাড়ে বেখেয়াল সুর। নির্জন ঝর্ণা বেজে ওঠে নিস্তব্ধ তন্ত্রীর  সরোদে

কতটা প্রয়োজনীয় ছিল অভাব!বা প্রখর গ্রীষ্ম শেষে খরায় ক্লান্ত  অরণ্যানি 
ঝরে পড়া কদমের উত্তরে নিশ্চিহ্ন ঋতু।আঁধারের কারুকাজ করা ছায়াপথে মুছে গেছে গ্রামের হদিশই

দূরে ব্যস্ত ক্যাফেটেরিয়া, কফি মাগে জমে মেঘ, সান্ধ্য দূরত্বে শহর টেবিলে মুখোমুখি
মুখ ঢাকা বর্ষাতিতে স্নানের বিকেল। অসমাপ্ত বর্ষা লিখতে পারেনি কবিতা শুরুর ভূমিকাটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন