অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

একটি গ্রাম

একটি গ্রাম
=============================
শুভঙ্কর দাস
=============================

একটি সুন্দর শান্ত হিল্লোলিত গ্রাম হল 'সামতাবেড়িয়া '
যার প্রকৃতির মনোরম সৌন্দর্যের হাঁসুলিবাঁক
প্রকৃতি প্রেমিককে সহজেই পিছু প্রাণে লাজুক দেয়।
সেই শহরের ব্যস্ততা আর কোলাহলকে কিছুটা আড়াল করে,
ঘন সবুজের কোলে গা ঘেঁসিয়ে নিজেকে একটু নতুন করে মেলে ধরা।
আর লাল মেঠো রাস্তার দুইপাশে নানাবিধ সবুজের ফসল
সূর্যের কিনারায় উঁকি মারছে ,
শীতের শুরতেই হাজার হাজার পর্যটকের ভিড় সবুজ নীলাভ
সামতাবেড়কে কল্লোলিত করছে।
বসন্তের আগমনে প্রগাঢ় সবুজ কচিপাতার বেশে সাজছে সামতাবেড়
শরৎের শোভাকাশে সামতাবেড়ের আকাশে পেঁজা তুলোর মেঘ বরফের
মতন জমাট বেঁধেছে,
ভোরের শিশির ঘাস মারিয়ে মারিয়ে ছুটছে শুভ্র শিউলি ফুলের গন্ধে।
সারাদিন চাষী চাষ করে চলেছেন ভুখা পেটে,
গৃহের রমনীরা ধানের বোঝা মাথায় চাপিয়ে গৃহে ফিরছেন।
পাশ দিয়ে এঁকে বেঁকে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে
বয়ে চলেছে দুরন্ত রুপনারায়ন,
মাঝি মনের সুখে গান ধরেছেন, পাল তুলে নদীর পটে।
নদীর পাড়ে হলুদ গাঁদা আর সূর্যমুখী ফুল
একদূষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে,
রুপনারায়নের নদীর জল সূর্যের ঝিলমিলিতে
মণিমুক্তার মতন জ্বলজ্বল করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন