তরুণ সমাজ
=============================
সৌরভ মান্না
=============================
তোরা আয়রে উঠে কাপুরুষতার খোলস ভেঙে
অসভ্য-তা'র গলা টিপে,সভ্যতাকে তোলরে টেনে;
দেখরে চেয়ে সীমান্তের ওই কাঁটাতারে
কত বীর শহীদের রক্ত আছে জমাট বেঁধে।
আয়রে ছুটে -আয়রে সবাই,প্রতিবাদে গলা মেলাই
রসাতলের আঁধার ফুঁড়ে ধরিত্রীতে আলো জ্বালাই।
সমাজটাকে ভাঙছে যারা,তাদের নামে চিতা সাজা-
দুর্নীতি সব কবর দিয়ে,তোরাই বানিস আসল রাজা!
আয়রে তোরা তরুণ সমাজ ,সাম্য নিয়ে আয়-
অবিশ্বাসের ডানা কেটে প্রেমের তরী বায়।
=============================
সৌরভ মান্না
=============================
তোরা আয়রে উঠে কাপুরুষতার খোলস ভেঙে
অসভ্য-তা'র গলা টিপে,সভ্যতাকে তোলরে টেনে;
দেখরে চেয়ে সীমান্তের ওই কাঁটাতারে
কত বীর শহীদের রক্ত আছে জমাট বেঁধে।
আয়রে ছুটে -আয়রে সবাই,প্রতিবাদে গলা মেলাই
রসাতলের আঁধার ফুঁড়ে ধরিত্রীতে আলো জ্বালাই।
সমাজটাকে ভাঙছে যারা,তাদের নামে চিতা সাজা-
দুর্নীতি সব কবর দিয়ে,তোরাই বানিস আসল রাজা!
আয়রে তোরা তরুণ সমাজ ,সাম্য নিয়ে আয়-
অবিশ্বাসের ডানা কেটে প্রেমের তরী বায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন