অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

আমরা সবাই রাজা





আমরা সবাই রাজা
=============================
সপ্তর্ষি চৌধুরী
=============================

সংস্থার নাম "আমরা সবাই রাজা "। তা বেশ ভালো কাজকর্ম করছে। আছে তারা সবসময় লোকের অভাবে। তবে দান করার সময় ফটো তোলা রয়েছে তাদের স্বভাবে। কেউ কিছু মন্দ কথা বললেই হলো, বলে "আমরা করছি প্রচার, যদি কেউ উৎসাহ পায়"। আসলে তারা হতে চায় ভাইরাল, তারা চায় হোক তাদের নাম টিভি তে সম্প্রচার। সেসব তর্কের কথা থাক তোলা। আমার আছে অন্য একটা কথা বলা। একদিন খাওয়ার তুলে দিচ্ছেন "আমরা সবাই রাজা " র সদস্যরা। সাথে বাচ্চা বিল্টুকে দাড় করিয়ে রাখা হয়েছে। হেড বলেছেন "বিল্টু বাবু চাই ফটো তোলা। যেই না দিবো খাওয়ার অমনি করবে ক্লিক"। বিল্টু বলে" ঠিক ঠিক"।


কথা মতন বিল্টু বাবু ছবি তুললো। দাঁড়িয়ে ছিলেন যারা, সবাই তো আত্মহারা। হেড বলে "যাও বিল্টু ফটো দাও ফেসবুকে, দেখুক লোকে"। কি মহান কাজ করেছি আমরা। যদি কেউ উৎসাহ পায়, দলে যোগ দিতে চায়। হ্যা হ্যা স্যার এইতো দিলাম। কি মজাটাই না পেলাম। কিন্তু স্যার আমাদের হোর্ডিংটা যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ছিল, তাতে "আমরা " লেখাটা একটা ছেলে সামনে দাঁড়িয়ে ভেস্তে দিলো । প্লাস আপনার মাথা গেছে কাটা, কি হবে দাদা? ফালতু কথা বলিস না বিল্টু। দেখি ছবিখানা। দেখে হেড, ফটোতে শুধুই দেখা যাচ্ছে "সবাই রাজা" কথাখানা। রেগে গিয়ে হেড বলে কোথায় গেলো পুরো লেখা -"আমরা সবাই রাজা "! বিল্টু তোমার হবে কঠোর সাজা। দুদিন বাদে পেপার এ বেড়ালো লেখা - "দেখুন দেখুন কি মহান কাজ করেছে এরা "। লেখা দেখে হেড রেগে আগুন। সোজা চলে ছাপাখানা। বলে পুরো নামটা ওঠেনি দাদা - হবে "আমরা সবাই রাজা" আর আমি হলাম সেই ছবির "নো হেড দাদা "। ছাপাখানার লোক তো হেসে পাগল। বলে, "হেডের হেড ই নাই, দাদা কোথা থেকে ছবি পাই "। হেড বলে "আপনি প্লিজ কালকের কাগজে পুরো লেখা ও সঠিক ছবি ছেপে দিন, সবার কাছে সঠিকটা হওয়া চাই seen"।

হঠাৎ গেলো স্বপ্ন ভেঙে। দেখে হেড আছে ঘড়ে। ঘাম মুছে জল খেয়ে বিল্টু কে ফোন করে।" বিল্টু ছবিতে আমাদের সংস্থার নাম আর আমাদের মুখ স্পষ্ট তো? "... "আপনি আমাদের জন্য করছেন এত কষ্ট, হ্যা স্যার সব স্পষ্ট "। সব আছে ok, কাল সকালে খবরের কাগজে জ্বল জ্বল করবে আমাদের ছবি আর "আমরা সবাই রাজা " তখন দেখবেন নিজের চোখে"।

দান করছেন খুব ভালো। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, ঋণী। তবে সত্যিই প্রচার চাইলে অন্যভাবে করুন। ফটো তুলে নয়। আপনার ভালো কাপড় পরা, চোখে দামি সানগ্লাস এর সাথে ওদের বেদনা ভরা চোখের ছবি নাই বা তুললেন। ওদের হাসি মুখের ছবি তুলুন।পাশে বসিয়ে নিয়ে ভাই বোন মনে করে জড়িয়ে ধরে ছবি তুলুন না। কোনো আপত্তি নেই। কথা দিলাম মনে দ্বিগুন শান্তি পাবেন। পাবেন অনেক মজা। "ওদের সাহায্য করলাম "এর পরিবর্তে লিখুন " আমরা সবাই রাজা"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন