বন্ধ দরজার সামনে -----
====================
জয়তী দাস
===========================
মাঝেমাঝে ঝড় ওঠা
দরকার খুব-
কিছু জলোচ্ছ্বাস -
আমাদের খুব কাছাকাছি আসুক
সমস্ত দরজা খুলে
রেখে, আমরা আটকে আছি ঘরে-
ব্যর্থ পুরাণ পড়ে
পড়ে আমরা ঈশ্বরকে হাতড়াই -
পাখিরা আজকে কেমন
চুপ -
বুকের ভেতর কেউ
কেউ ডেকে যায়-
ফেলে রেখে গেছে
তার পোশাক, প্রিয় রঙ
স্মৃতি আলেখ্য
জুড়ে একটু একটু করে বাড়ছে ঝুল-
নক্ষত্র তারাদের
চোখ আঁকতে আঁকতে,
কখন হলুদ বাড়িটার
সামনে এসে দাঁড়ালাম।
লক্ষ মাইল জুড়ে
পায়ের শব্দ শুনতে শুনতে সকাল হয়ে আসে-
আমি বোধহয় ফুল না
চিনেই রঙের দিকে তাকাই-
আকাশটাকে দেখবো
বলে, আরো অচেনাকে খুঁজে পাই..
চোখের ভেতরে
কাল্পনিক হয়ে উঠছি আজকাল বড়ো!
নীল লাল পাহাড়
ফুঁড়ে আমার ভেতর গজাচ্ছে কাঁটা ঘাস,
উল্টানো পিরামিড
আমার সব কবিতা লুকিয়ে ফেলছে-
নোনা স্বাদের
বর্ণগুলো ম্যানগ্রোভের বুক ফুঁড়ে উঠছে নির্জন শিকড়ে!
এসবের কোনো
বাস্তবতা নেই ! অলীক চাষাবাদ -
রাতের পৃথিবী রেখে, ছুটে আসে আলোর দিকে মৌমাছিরা-
ছড়িয়ে পড়ে মেঝের
পরে , পাখার ফ্যানের ব্লেডে ;
ধাক্কা খেতে খেতে-
ফিরে যায় অন্য অন্ধকারের দিকে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন