অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

দে দোল, দোল---


দে দোল, দোল---
=========================
অপালা গুপ্ত
=========================


চারিদিকে ঝড়ের উপপাদ্য ছড়িয়ে,
অবাধ্য ছেলেটি কিছুতেই শোনেনা-
হাত ছেড়ে সে আমবনে গ্যাছে ছুটে।
চিকচিক করে বৃষ্টির ছাট তার উসকোখুসকো চুলের
আগায়,
দুহাতে কুশি আম, আঙুলে আঙুলে কালো কষময়-
আজ তার মা কিছুতেই স্কুলে পারবেনা পাঠাতে।
তার বাড়ি প্রত্যন্ত গ্রামের কিনারে,
পাশ দিয়ে সরু খাড়ি,মেছুয়ার জাল পাতা -
এখানে কাগজওয়ালা আসেনা ।




কেবলের তার বাড়ির সামনে ঝোলে না,



ফোনের টিং টিং মেসেজ, তার বড়ো অচেনা'ই



ইটের মতো আকৃতির সে বস্তু !



মামার ছেলে তিতাই-এর হাতে দেখেছিলো



চকচকে চোখে চেয়েছিলো একবার ছুঁতে -







এরচেয়ে ভালো বৃষ্টির দিকে চেয়ে থাকা,



ঐ আকাশে বিদ্যুৎ চমকালে মাকে জড়িয়ে থাকা-



বুকের ধুকপুকুনি, মায়ের মিষ্টি গন্ধ মাটির সোঁদা লাগে



ওড়া পাতায় ছুটতে থাকা খোকনকে মা বকে-



আজ ছুটি, স্কুলের ছাদে জল পড়ে -পাতা ওড়ে,



দে দোল দোল---








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন