অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লক ডাউনে মিলি

  

 

মারণ পোকা
=================
মিলি দাস
=================



সমস্ত পৃথিবীটাকে যখন গিলে খেতে এসেছে সেই শয়তান যম,

গৃহবন্দী মানুষ থেকে সরকার যখন হাহাকার করছে প্রাণের আশায়,

আর্তনাদ করে যখন বলছে

এখনো কিছু বলার বাকি

এখনো কিছু করার বাকি

এখনো কিছু দেখার বাকি

ভয়ার্ত হৃদয়ে যখন বুলি আওড়াচ্ছ

বাঁচতে চাই আমি বাঁচতে চাই

দুঃসময় আমায় কেড়ে নিও না।

বাঁচিয়ে রাখো ধনী থেকে দরিদ্র

পশুপাখি থেকে কীটপতঙ্গ

নদী থেকে পাহাড়

জঙ্গল থেকে যমুনা,

ভিয়েতনাম থেকে ভারতবর্ষ

ব্রাজিল থেকে লেবানন

শিকাগো থেকে প্যারিস

এমনই মুহূর্তে সিঁড়ি ঘরের কোণে

তপ্ত প্রহরে ঠিক উপরের ধাপে

ঘর্মাক্ত নোংরা শরীরে বিষবাষ্প ঢেলে দিলে ওষ্ঠে,জিহবা থেকে কণ্ঠে যেতেই নিমেষে নীলকণ্ঠ হয়ে উঠলো

অঙ্গ প্রত্যঙ্গের অজানা ঠিকানা।

এখনো বলবে মারণ পোকা দানা বাঁধেনি তোমার শরীরে,এখনো বলবে সংক্রমণ ছড়াওনি তুমি?

মরবে জেনেই মারতে এসেছিলে চৈত্রে।

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন