লকডাউন
================
পায়েল সেন
================
কবে ফিরবে সুদিন!
সংক্রমণের মেঘ কেটে,
খিলখিলিয়ে উঠবে হেসে সোনালী দিন।
আধুনিকতার আশীর্বাদে
পৃথিবীর সর্বত্র বিষময়।
মারণরোগ গিলছে দেখো -
শিশু হোক কি আবাল বৃদ্ধ বনিতায়।
অনিশ্চয়তার কাটছে প্রহর,
মন বলছে, "সব ঠিক হবে একদিন।"
কর্মহীন খেটে খাওয়া মানুষের দল,
প্রাণ হাতে ফিরেছিল শিকড়ের টানে
তারাই আজ ভাতের গন্ধে ফিরতে মরিয়া প্রাণপনে।
পেটের জ্বালায় পিঠ ঠেকে যায় দেওয়ালে
তবুও মন বলছে "সব ঠিক হবে একদিন।"
সন্তানহারা মায়ের হাহাকার,
বাতাসে ভাসে করুণ আর্তি
বিনা চিকিৎসায় অকালে ঝরে পড়ে।
ব্যাথায় বুক বেঁধে তবুও মায়ের মন বলছে -
"সব ঠিক হবে একদিন।"
শতাব্দী সাক্ষী থাকে এক বিভীষিকাময় বছরের,
মহামারী, সাইক্লোন, পঙ্গপাল, দাবানল ......
আর না জানি কত কি যে আছে দেখা বাকি!
কালের স্রোতে সমান্তরালে চলে শবের মিছিল
বন্দীদশায় দুনিয়া ঢাকা মৌনতার চাদরে।
আভিজাত্যের ফুরোয় না উৎসব,
ছাপোষারা দিন গোনে,
পেটের তাগিদে ভিখিরীর ভিক্ষাপত্র আজ নিলামে।
তবুও মন বলছে "সব ঠিক হবে একদিন।"
সামনের সারির যোদ্ধারা অক্লান্ত লড়াই চালায়,
কখনো তাদের থমকে যায় জীবনের রথ,
রক্তপাতহীন যুদ্ধের শহীদ লেখে অনামি নতুন ইতিহাস,
নোনাজলে ঝাপসা চোখে কাঁপা ঠোঁটে তাদের পরিজনেরা
অস্ফুটে বলে ওঠে,"সব ঠিক হবে একদিন।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন