যুদ্ধ জয়ী
===================
সৌমিত্র চক্রবর্তী
===================
ওকে মাঝখানে হুইল চেয়ারে বসিয়ে চারপাশ ঘিরে হাততালি দিচ্ছেন ঈশ্বরের দল।
বাইশ দিন কেটে গেল এখানে। যখন এসেছিল, ভেবেছিল আর বাঁচবে না। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি। সবার ওপরে মারাত্মক ভয় দম বন্ধ করে দিচ্ছিল।
ওর সঙ্গেই এসেছিল বিনীতা। তারও একই সিম্পটম। অ্যাম্বুলেন্সে ওঠার আগে ওর হাত আঁকড়ে ধরেছিল সে। মুখঢাকা মাস্কে হাঁ করে শ্বাস টানার চেষ্টা করে কিছু বলতে চেয়েছিল, পারেনি।
আসার তিনদিনের মাথায় মূক শেষ ইচ্ছে সমেত নিথর হয়ে গেল বিনীতা। অনলাইন ডেলিভারড জিনিসের কায়দায় তাকে মুড়ে কয়েকজন সেই যে নিয়ে গেল, আর ফিরল না।
আজ ভালো হয়ে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে ও। আটষট্টির মানুষটাকে ঘিরে হাততালি দিচ্ছে ঈশ্বরেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন