লকডাউন : কতদিন হয়ে গেল
=======================
অসিত কুমার পাল
=======================
করোনা আতঙ্কে অন্তহীন লকডাউন
তাই ঘরে বসে ফেসবুক করি আর ভাবি ।
কতদিন হয়ে গেল :
আলমারীর মাথায় তুলে রাখা
হেলমেট টা মাথায় তোলা হয়নি ।
পেট্রল পাম্পে ফুল ট্যাংক তেল ভরে
অনির্দিষ্ট গন্তব্যে ছুটে চলা হয়নি ।
কতদিন হয়ে গেল :
মোড়ের ফুচকাওয়ালার পাশে দাঁড়িয়ে
দই ফুচকা বা চুরমুর খাওয়া হয়নি ।
নদীর ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি ।
কতদিন হয়ে গেল :
অন্য ছ জন যাত্রীর সঙ্গে অটোয় চেপে
স্টেশনে গিয়ে ভীড় ট্রেনে ওঠা হয়নি ।
কলেজ স্ট্রীট এর ফুটপাথে বিছিয়ে রাখা
মলাটছেঁড়া পুরানো বই উল্টে দেখা হয়নি ।
কবে যে এই লকডাউন শেষ হবে আর
আমি ইচ্ছামত চলা হাঁটার স্বাধীনতা পাব ?
=======================
অসিত কুমার পাল
=======================
করোনা আতঙ্কে অন্তহীন লকডাউন
তাই ঘরে বসে ফেসবুক করি আর ভাবি ।
কতদিন হয়ে গেল :
আলমারীর মাথায় তুলে রাখা
হেলমেট টা মাথায় তোলা হয়নি ।
পেট্রল পাম্পে ফুল ট্যাংক তেল ভরে
অনির্দিষ্ট গন্তব্যে ছুটে চলা হয়নি ।
কতদিন হয়ে গেল :
মোড়ের ফুচকাওয়ালার পাশে দাঁড়িয়ে
দই ফুচকা বা চুরমুর খাওয়া হয়নি ।
নদীর ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি ।
কতদিন হয়ে গেল :
অন্য ছ জন যাত্রীর সঙ্গে অটোয় চেপে
স্টেশনে গিয়ে ভীড় ট্রেনে ওঠা হয়নি ।
কলেজ স্ট্রীট এর ফুটপাথে বিছিয়ে রাখা
মলাটছেঁড়া পুরানো বই উল্টে দেখা হয়নি ।
কবে যে এই লকডাউন শেষ হবে আর
আমি ইচ্ছামত চলা হাঁটার স্বাধীনতা পাব ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন