পণ্যতাপ
===================
মঞ্জিমা গাঙ্গুলী গোপ
====================
হু হু করে কমছে তাপমান
রোজ নিয়ত নিয়ম করে
পানশালা খুলে পাঠশালা বন্ধ করতে হয়েছে
তাপমাত্রা এত কম
বাজারে পাওয়া যাচ্ছে
চিনির নাড়ু, নলেন গুড়ের পায়েস, মায়ের হাতের রান্না
বাজারে মিলছে
কড়াদরের আয়া, উঁচু দরের স্বাস্থ্যবীমা
বাজারে বিকোচ্ছে
সহজে শিক্ষার বিবিধ বই
তবে আর পাঠশালা গিয়ে কাজ কী
এসব কিনে মিটিয়ে নিলেই হলো যাপনদিনের ক্ষুধা
আর রাতে রঙ-বেরঙ পানশালায় আছেই তো
অনন্ত দিগন্ত জোড়া শান্তি
আজকাল সুখ শান্তি দুইয়ের পণ্যমানই পড়ে গেছে।
বড্ড কম দরেই পাওয়া যায় সবই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন