অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় রঞ্জন

 

 

 

অভিশপ্ত জীবন
================
রঞ্জন ভাওয়াল
================



ধরণীর কোল জুড়ে

দাপিয়ে বেড়ায় ঘুরে

দুর্যোগের নিকষ অন্ধকারে,

চারিদিকে আলোকহীন

ধাওয়া করে দুর্দিন

যেন অভিশপ্ত জীবন আমারে।



যখন যেখানে যাই

সফলতা আসে নাই

বুঝিনা কী ভাগ্যের ফের;

করি আমি যত আশা

খুঁজে পাইনা সুখের দিশা

তাই জীবনটা মনে হয় ঢের।



হয়নি কিছু পাওয়া

ব্যর্থ সব চাওয়া

এ মোর জীবনের ইতিহাস ;

এত দুঃখ কারোর কই

মুখ বুজে সব সই

অভিশপ্ত জীবনের পরিহাস।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন