পণ্যজীবী
===============
মোহিত ব্যাপারী
===============
দুনিয়ার চাকা ঘুরছে বনবন তালে।
আমরাও ঘুরছি সবাই।
ঘুরছি মোরা গোলক ধাঁধায়।
ঘুরছি সবাই বাচাঁর তরে।
উপার্জনটা থাকা চাই।
বাঁচতে গেলে বেচতে হয়।
বিনিময়ের বিনিময়।
তবেই তোমার হবে জয়।
শ্রমিক বেঁচে শ্রম।
চাষির ফসল বাজারে যায়,
তবেই মোরা খাবার পাই।
কেউ যখন বুদ্ধি বেঁচে,
কেউ বা বেঁচে কথার ফুলঝুরি।
কেউ বা আবার কলম পেষে,
কেরানী বা সাহিত্যিক।
তফাৎ শুধু প্রতিভা আর বৌদ্ধিক।
যখন কেউ বিদ্যা বেঁচে,
চায়না হতে বিদ্যাসাগর।
মাসের শেষে মাইনে এলেই,
বিদ্যা থাকে মাথার উপর।
নীতিহীনে নীতি বেঁচে,
বাঁচিয়ে রেখে দূর্নীতি।
কেউ বা আবার শরীর বেঁচে,
বাঁচতে গিয়ে,
জীবন রাখে বাজি।
কেউ বা আবার অর্থ বেঁচে,
পেতে সুখের চাবি।
সবাই মোরা পণ্যজীবী।
বেচতে তোমায় হবেই হবে,
বাঁচতে যদি চাও।
===============
মোহিত ব্যাপারী
===============
দুনিয়ার চাকা ঘুরছে বনবন তালে।
আমরাও ঘুরছি সবাই।
ঘুরছি মোরা গোলক ধাঁধায়।
ঘুরছি সবাই বাচাঁর তরে।
উপার্জনটা থাকা চাই।
বাঁচতে গেলে বেচতে হয়।
বিনিময়ের বিনিময়।
তবেই তোমার হবে জয়।
শ্রমিক বেঁচে শ্রম।
চাষির ফসল বাজারে যায়,
তবেই মোরা খাবার পাই।
কেউ যখন বুদ্ধি বেঁচে,
কেউ বা বেঁচে কথার ফুলঝুরি।
কেউ বা আবার কলম পেষে,
কেরানী বা সাহিত্যিক।
তফাৎ শুধু প্রতিভা আর বৌদ্ধিক।
যখন কেউ বিদ্যা বেঁচে,
চায়না হতে বিদ্যাসাগর।
মাসের শেষে মাইনে এলেই,
বিদ্যা থাকে মাথার উপর।
নীতিহীনে নীতি বেঁচে,
বাঁচিয়ে রেখে দূর্নীতি।
কেউ বা আবার শরীর বেঁচে,
বাঁচতে গিয়ে,
জীবন রাখে বাজি।
কেউ বা আবার অর্থ বেঁচে,
পেতে সুখের চাবি।
সবাই মোরা পণ্যজীবী।
বেচতে তোমায় হবেই হবে,
বাঁচতে যদি চাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন