মন
============
সুশান্ত সেন
============
মনের কথা টি মনের মধ্যে থাকে
লিখতে পারার মুন্সী মেই যে জানা
ভাষার মন্ত্র দূরে দূরে সরে থাকে
প্রকাশিত হয় নিছক গরিবিয়ানা ।
হঠাৎ করেই মনের তন্ত্রী জাগে
কে যেন তপ্ত তারেতে দিয়েছে টান
ঘুম ভেঙে যায়, চোখেতে বেজায় জ্বালা
বাস্তব তাকে ছিঁড়ে করে খানখান।
বাল্মীকি বলে কোথায় স্বরস্বতী
কোন মারুপথে লুপ্ত হয়েছে ধারা
পরিত্যক্ত হইয়াছে জনপদ
জীবনের কাজ সময় করেছে সারা ।
নেই মেই সে ক্ষমতা তোমার মেই
কৌঞ্চ নিধনে জাগেনা অমোঘ গান
শিশির ভেজান ঘাসের ডগায় রবি
জ্বলে জ্বলে ওঠে ক্ষন হয় অবসান ।
============
সুশান্ত সেন
============
মনের কথা টি মনের মধ্যে থাকে
লিখতে পারার মুন্সী মেই যে জানা
ভাষার মন্ত্র দূরে দূরে সরে থাকে
প্রকাশিত হয় নিছক গরিবিয়ানা ।
হঠাৎ করেই মনের তন্ত্রী জাগে
কে যেন তপ্ত তারেতে দিয়েছে টান
ঘুম ভেঙে যায়, চোখেতে বেজায় জ্বালা
বাস্তব তাকে ছিঁড়ে করে খানখান।
বাল্মীকি বলে কোথায় স্বরস্বতী
কোন মারুপথে লুপ্ত হয়েছে ধারা
পরিত্যক্ত হইয়াছে জনপদ
জীবনের কাজ সময় করেছে সারা ।
নেই মেই সে ক্ষমতা তোমার মেই
কৌঞ্চ নিধনে জাগেনা অমোঘ গান
শিশির ভেজান ঘাসের ডগায় রবি
জ্বলে জ্বলে ওঠে ক্ষন হয় অবসান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন