অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

দ্বিতীয় বর্ষের নবম সংখ্যা, সেপ্টেম্বর ২০২১

অন্যমনে সাহিত্য

================================

দ্বিতীয় বর্ষের নবম সংখ্যা,  সেপ্টেম্বর ২০২১

=============================================

প্রিয়জনেষু

আমরা আপনাকে অন্যমনে পত্রিকার পক্ষ থেকে কাব্যিক শুভ কামনা জানাই।

 

সেই দিনটা ছিল ২৪শে মার্চ ২০২০, আগামী লেখার এক সম্ভাবনাময় দিন। পৃথিবীর লং মার্চে আমার ভারত পায়ে পা মিলিয়ে ঘোষণা করল লকডাউন। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রতিরোধ মূলক ব্যবস্থা। ১৩০ কোটির ভারতবাসীকে স্তব্ধ করে ভাইরাসের অগ্রগতিকে প্রতিহত করতে উদ্যত আমরা প্রবল উৎসাহে থালা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে গো মূত্র সেবন করে বরণ অথবা তাড়ন প্রক্রিয়ায় স্বাগত জানালাম লকডাউন।

স্বপ্নের আচ্ছে দিনের মতন শুরু হলো জনতা কার্ফু কোভিড -১৯ এর বিরুদ্ধে স্বঘোষিত লড়াই।

এরপর মঙ্গল পৃথিবী থেকে বহু কোটি কিলোমিটার দূরে সরে গেল। পারসিভিয়ারেন্স রোভার থেকে পৃথিবীতে আসা সংকেতও ক্ষীণতর হলো। তবুও কান পাতলে শোনা যায় হাজার হাজার কিলোমিটার জুড়ে কোটি কোটি পরিযায়ী শ্রমিকের লাবডুব। রাস্তায় বিক্ষিপ্ত পরে থাকা শ্রমিকের জীবন্ত রক্তে ভেজা রুটির টুকরো আর চলন্ত ট্রেনের তলায় ছিন্ন বিছিন্ন মানুষের দেহাংশ।

অতীতের এই সব দেখতে প্রয়োজন হয় না জেমস ওয়েব টেলিস্কোপের।মহাজাগতিক পথে বিন্দু বিন্দু শ্বেদ জমে জমে গড়ে ওঠে আগামীর মহাকাব্য।

বর্তমানের অনুভবে অতীতের অভিজ্ঞতা সিঞ্চিত সচেতন উপলব্ধি আর ভবিষ্যতের ভাবনা এই দুইয়ের সাহিত্যিক মেলবন্ধন ঘটিয়ে আমাদের চেতন অবচেতন মনের আঙিনায় আমাদের সৃষ্টিই পারে আমাদেরকে মানববোধের মন্ত্রে উদ্ভাসিত করে তুলতে ।

আমাদের সৃষ্টি অর্ঘ অর্পণ করে  জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলতে পারি আমাদেরকে। আর তখনই আমাদের আমিত্বগুলি অর্থবহ হয়ে ওঠে।

এই ভাবনাকে সংকল্প করে  অন্যমনে চাইছে আপনার সেরা লেখা যা জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলবে আমাদেরকে ।

আমাদের দ্বিতীয় বর্ষের নবম সংখ্যা অর্থাৎ আগামী সংখ্যার বিষয় হোক “লক ডাউন”।

আপনার সেরা লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন ৫ ই সেপ্টেম্বর ২০২১ তারিখের ভেতর। লেখার সঙ্গে অবশ্যই, লেখক পরিচিতি, এক কপি রঙিন ছবি, ঠিকানা ও লেখকের সাথে যোগাযোগ নম্বর উল্লেখ করে পাঠাতে হবে।

আমাদের ই মেল এর ঠিকানা :-

annyomone@gmail.com

নতুন বছরের অগ্রিম শুভ কামনা রইল ।

সকলে খুব ভালো থাকবেন ।

সাহিত্য শুভেচ্ছা সহ

ভাস্কর পাল

অন্যমনে সাহিত্য।

এবারের অন্যমনে সাহিত্যের  কবিতার আর অণুগল্পের উন্মুক্ত সংখ্যা"

সংখ্যাটি পাওয়া যাবে অন্যমনে সাহিত্যের   ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করেই:-

 

https://e-annyomone.blogspot.com

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন