রাত চরা রাত
===================
রথীন পার্থ মণ্ডল
===================
রাত চরা রাত কপালে কুয়াশার মেলা মুখে
চাঁদপালা-কালো রং নিয়ে জানালার পাশে।
কার্পাস তুলোর কান্না মাঠের সবুজে লেপ্টে আছে।
ঐ দিকে নিপুণ লণ্ঠন জ্বলে ওঠে যেন
দ্বিতীয়ার চাঁদ। কুয়াশা জাগানো রাত খোঁজে
ম্রিয়মান রং, তুলি, ভেঁপু তাদের গোপন আলাপ
পুরোনো ইতিহাস। হেসে ওঠে অভিমান হেসে ওঠে
লতা জড়ানো ক্ষোভ হেসে ওঠে কিচির মিচির করা
লজ্জা। এসব কিছু ছাড়িয়ে বোধের সীমানা
পেরিয়ে রাত এসে বসে কুলতলির ঘাটে।দেখে
সেখানে জড় হয়ে আছে চুপচুপ কিছু ধান,
চুপ চুপ কিছু ভাঙা স্বপ্ন, তুলোর আকুল কান্না
হে রাত চরা রাত এ সর্ব অচিরকালীনতা নিয়ে কি করবে?
===================
রথীন পার্থ মণ্ডল
===================
রাত চরা রাত কপালে কুয়াশার মেলা মুখে
চাঁদপালা-কালো রং নিয়ে জানালার পাশে।
কার্পাস তুলোর কান্না মাঠের সবুজে লেপ্টে আছে।
ঐ দিকে নিপুণ লণ্ঠন জ্বলে ওঠে যেন
দ্বিতীয়ার চাঁদ। কুয়াশা জাগানো রাত খোঁজে
ম্রিয়মান রং, তুলি, ভেঁপু তাদের গোপন আলাপ
পুরোনো ইতিহাস। হেসে ওঠে অভিমান হেসে ওঠে
লতা জড়ানো ক্ষোভ হেসে ওঠে কিচির মিচির করা
লজ্জা। এসব কিছু ছাড়িয়ে বোধের সীমানা
পেরিয়ে রাত এসে বসে কুলতলির ঘাটে।দেখে
সেখানে জড় হয়ে আছে চুপচুপ কিছু ধান,
চুপ চুপ কিছু ভাঙা স্বপ্ন, তুলোর আকুল কান্না
হে রাত চরা রাত এ সর্ব অচিরকালীনতা নিয়ে কি করবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন