অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় রূপকথা

 

 

যদি তুমি
================
রূপকথা বিশ্বাস
================


যদি মনের শ্যাওলা পুকুরে পা ডুবাতে

হলেও হতে পারতো বন্যা

পদ্মপাতার শিশির বিন্দুতে

ধরে যায় এক আকাশ জ্যোৎস্না...



যদি চুম্বন আঁকো গোলাপের ঠোঁটে

চোখের কোলে বেসামাল জমাজল

আড় চাউনিতে লেপটে যায়

গভীর বৃত্তান্ত লেখা সিক্ত কাজল...



যদি পড়ে ফেলো বুক নিংড়ানো শব্দগুচ্ছ

বিশ্বাস মিলিয়ে যাবে গভীর বিষাদে

কত গুপ্তবৃষ্টির সম্ভাবনা নিয়ে

মেঘের পাহাড় জমে আছে বুকের নিষাদে...



যদি মনের আয়নায় দেখতে নিজের মুখ

লুকানো জিঘাংসার কদর্য রূপ

কত ভয়াল চোখের জল এঁকেছো

চঞ্চল ঝরনাকেও করেছো নিশ্চুপ.....



 


 

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন