যাত্রী
=============
বিকাশ চন্দ
=============
জল জমিনের তফাৎ বোঝেনি সজল দূর্বা ঘাস
নিয়তি কেড়েছে ঘুম জলের ভেতরে বাড়ে সমুদ্রের গ্রাস
চির ঘুমে কখনো হারায় জানে জলে ভেজা আকাশ আগুন
জল জননী নিজেই জানে না জলের মূর্তি গড়া
জারি সারি বাউল গানে কোথাও বদর বদর দেখে জনপদ
আয় আয় সপ্ত ডিঙা মধুকর খুঁজে দেখে প্রত্ন স্থপতি।
#
করতল জানে বিনীত জল তর্পণ আত্মার আকুতি
জল স্থলের মিলন পর্ব জানে দেব স্পর্শ নিমাই সন্ন্যাস
বর্ণচোরা স্রোতে ভাসে নীল ঢেউ মাটি খোঁজে পদ্মনাভি
উধাও কেয়া ঝোপ বালিয়াড়ি সমুদ্রে মেশা মেঘের কলাপ
হা হা বাতাসে ওড়ে শঙ্খ চিল সমুদ্র সারস সোহাগি
ভেঙ্গেছে সংসার ইচ্ছে স্রোতে দু'কুল ভাঙা বন্যায়।
#
ঘোমটার আড়ালে মায়া মুখ সারি জানে জলের অভিশাপ
উপকুল সভ্যতার দায় নেই জানে রক্ত মাখা লাল কাঁকড়া বুক
জীবনের উচ্ছ্বাস মাদকতা মাখো মাখো সৈকতে সকল ফাগুন
গিলে খায় সকল ইচ্ছে আশ্চর্য বৈভবে জানে বিষণ্ণ বিলাস
এপার থেকে ভাবো নইলে ওপার থেকে ডাকো পারাপার
শূন্য নৌকা দোল খায় যাত্রী কোথায় --- যাত্রী নেই আর !
=============
বিকাশ চন্দ
=============
জল জমিনের তফাৎ বোঝেনি সজল দূর্বা ঘাস
নিয়তি কেড়েছে ঘুম জলের ভেতরে বাড়ে সমুদ্রের গ্রাস
চির ঘুমে কখনো হারায় জানে জলে ভেজা আকাশ আগুন
জল জননী নিজেই জানে না জলের মূর্তি গড়া
জারি সারি বাউল গানে কোথাও বদর বদর দেখে জনপদ
আয় আয় সপ্ত ডিঙা মধুকর খুঁজে দেখে প্রত্ন স্থপতি।
#
করতল জানে বিনীত জল তর্পণ আত্মার আকুতি
জল স্থলের মিলন পর্ব জানে দেব স্পর্শ নিমাই সন্ন্যাস
বর্ণচোরা স্রোতে ভাসে নীল ঢেউ মাটি খোঁজে পদ্মনাভি
উধাও কেয়া ঝোপ বালিয়াড়ি সমুদ্রে মেশা মেঘের কলাপ
হা হা বাতাসে ওড়ে শঙ্খ চিল সমুদ্র সারস সোহাগি
ভেঙ্গেছে সংসার ইচ্ছে স্রোতে দু'কুল ভাঙা বন্যায়।
#
ঘোমটার আড়ালে মায়া মুখ সারি জানে জলের অভিশাপ
উপকুল সভ্যতার দায় নেই জানে রক্ত মাখা লাল কাঁকড়া বুক
জীবনের উচ্ছ্বাস মাদকতা মাখো মাখো সৈকতে সকল ফাগুন
গিলে খায় সকল ইচ্ছে আশ্চর্য বৈভবে জানে বিষণ্ণ বিলাস
এপার থেকে ভাবো নইলে ওপার থেকে ডাকো পারাপার
শূন্য নৌকা দোল খায় যাত্রী কোথায় --- যাত্রী নেই আর !
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন