সংবেগ
===============
উত্তম চৌধুরী
===============
এখানে আকাশ আগুনের চেয়ে তীব্র,
বাতাসের চোখ শঙ্কাজনক ইয়াস।
রাত টেনে আনে দিগন্ত-পাড় থেকে
সংবেগ আর সর্বনাশের মাস।
===============
উত্তম চৌধুরী
===============
এখানে আকাশ আগুনের চেয়ে তীব্র,
বাতাসের চোখ শঙ্কাজনক ইয়াস।
রাত টেনে আনে দিগন্ত-পাড় থেকে
সংবেগ আর সর্বনাশের মাস।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন