অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় খোদেজা মাহবুব

  

 

ভ্রান্তি বিলাস
===================
খোদেজা মাহবুব আরা
===================


অবসরের গ্লানিতে ডুবে থাকে

অক্ষম চিত্রাবলীর সম্মিলিত অসীম প্লাবনে নিমজ্জিত এক গুহামুখ।

কোন উম্মখতায় জীবনের ভ্রান্তি বিলাস?

জীবন হন্তারক এই প্রহরে খুঁজে ফিরি শীতল পেলব স্পর্শের কোন অতীন্দ্রিয় প্রত্যাশার বেলা ভূমি।

অনুভবের গহীন প্রত্যয়ে আর্তনাদের নিরব চিৎকার শুধু পবিত্র ভালোবাসার আকাঙ্খায়।

কিছু ভালোবাসা জমা থাক শ্বাসত,শুদ্ধ, সুরভিত প্রহরের প্রাকৃতিক পরিমন্ডলে, কোন অচেনা সুর বুকে ঝড় তোলে,পরিশ্রান্ত হৃদ্যতার বাহুডোরে,আকাঙ্খার শিকড় থেকে শিখর ছুঁয়ে।

আমি যেন এভাবেই থেমে আছি, প্রাচীন নির্জন কোন প্রান্তরের অভিলাষে,

অচেনা ছায়ায় ---

অচেনা মায়ায়---




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন