স্মরণে বেহুলা
================
পিঙ্কি ঘোষ
================
কেমন আছো মনসা মঙ্গলের
নায়িকা বেহুলা সুন্দরী?
কেটে গেছে বহু কালজয়ী কাল
সময়ের ঘূর্ণী স্রোতে।
জানো,
আজ আমরা এক বিংশ শতাব্দীর নারী,
আমরা ভয়কে করেছি জয়।
সুনামী,আমফান,ইয়াস-
আমাদের ঘর ভেঙেছে,
নদী ভালোবেসে আমার তুলসী মঞ্চ
আপন বক্ষে নিয়ে চলে গেছে।
তুমি তো বেশ আছো তোমার লখিন্দরের
স্বপ্নের নায়িকা হয়ে,
একটা প্রশ্ন করি তোমায়-
যদি পারো, আজ আমার স্বপ্নে এসে
লখিন্দরকে নিয়ে যে পথে গিয়েছিলে
জলযাত্রায়, তার জলরেখার মানচিত্রটা
দেবে কি আমায়?
স্পীড বোট, সাবমেরিন থাকলেও
আজও আমাদের ঘরের লখিন্দরেরা
অসহায় জল পৃথিবীর ওপর।
তোমার ভেলাটা আবারও সঞ্জীবনী
সুধাকে এনে দিক প্রতি ঘরে।
================
পিঙ্কি ঘোষ
================
কেমন আছো মনসা মঙ্গলের
নায়িকা বেহুলা সুন্দরী?
কেটে গেছে বহু কালজয়ী কাল
সময়ের ঘূর্ণী স্রোতে।
জানো,
আজ আমরা এক বিংশ শতাব্দীর নারী,
আমরা ভয়কে করেছি জয়।
সুনামী,আমফান,ইয়াস-
আমাদের ঘর ভেঙেছে,
নদী ভালোবেসে আমার তুলসী মঞ্চ
আপন বক্ষে নিয়ে চলে গেছে।
তুমি তো বেশ আছো তোমার লখিন্দরের
স্বপ্নের নায়িকা হয়ে,
একটা প্রশ্ন করি তোমায়-
যদি পারো, আজ আমার স্বপ্নে এসে
লখিন্দরকে নিয়ে যে পথে গিয়েছিলে
জলযাত্রায়, তার জলরেখার মানচিত্রটা
দেবে কি আমায়?
স্পীড বোট, সাবমেরিন থাকলেও
আজও আমাদের ঘরের লখিন্দরেরা
অসহায় জল পৃথিবীর ওপর।
তোমার ভেলাটা আবারও সঞ্জীবনী
সুধাকে এনে দিক প্রতি ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন