অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় সুনন্দ

  

 

এপার আষাঢ়, ওপার শ্রাবণ
======================
সুনন্দ মন্ডল
======================



এলোমেলো শহরটা আজ

বৃষ্টিতে জরাজীর্ণ।

জলের তোড়ে ভাসছে জীব,

কীটানুরাও শীর্ণ।


এপার আষাঢ়, ওপার শ্রাবণ

বৃষ্টি মাখা মাস।

মাটি কোথাও নেই আর

পাথরে জাগে ঘাস।


বীজ বুনেছি নতুন সমাজের

ফলের আশায় দেখো।

আকাশ ভেজা বাতাস নিয়ে

আগলে সবুজ রাখো।


নদীর পারে ভেসে গেছে

অবলা প্রাণের ক্ষুধা।

ফসলটুকুই বেঁচে আছে

গৃহস্থের ঘরের সুধা।






1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন