পাঠ
================
গৌতম কুমার গুপ্ত
================
আজ সারাদিন মেঘ পড়ে যাচ্ছি
সেভাবে সূর্য পড়া হলো না
এতো সাবলীল মেঘের পড়া পড়ি নি কোনদিন
কয়েকটি পাঠযোগ্য বৃষ্টিফোঁটা কুড়িয়েও রেখেছি
পরে একদিন পাঠ করে নেবো নিবিড় একাকীত্বে
মেঘ এখন পড়ে যেতে হবে জানি
প্রকৃতি শিক্ষকের নির্দেশ
পড়া মুখস্থ না পারলে বৈদ্যুতিক চাবুক সপাসপ
সঙ্গে বজ্রপাতের সশব্দ বকুনি
'রিমঝিম' 'ঝিরিঝরি' অধ্যায় মুখস্থ করেছি সারাদিন
'মুষলধারে 'কয়েক পাতা
বুঝেছি বৃষ্টিজলের নিবিড় উপপাদ্য
নিজে ভেজে ভেজাতেও জানে
আজ সারাদিন মেঘ পড়ে যাচ্ছি
সূর্য পড়া হলো না সেভাবে
================
গৌতম কুমার গুপ্ত
================
আজ সারাদিন মেঘ পড়ে যাচ্ছি
সেভাবে সূর্য পড়া হলো না
এতো সাবলীল মেঘের পড়া পড়ি নি কোনদিন
কয়েকটি পাঠযোগ্য বৃষ্টিফোঁটা কুড়িয়েও রেখেছি
পরে একদিন পাঠ করে নেবো নিবিড় একাকীত্বে
মেঘ এখন পড়ে যেতে হবে জানি
প্রকৃতি শিক্ষকের নির্দেশ
পড়া মুখস্থ না পারলে বৈদ্যুতিক চাবুক সপাসপ
সঙ্গে বজ্রপাতের সশব্দ বকুনি
'রিমঝিম' 'ঝিরিঝরি' অধ্যায় মুখস্থ করেছি সারাদিন
'মুষলধারে 'কয়েক পাতা
বুঝেছি বৃষ্টিজলের নিবিড় উপপাদ্য
নিজে ভেজে ভেজাতেও জানে
আজ সারাদিন মেঘ পড়ে যাচ্ছি
সূর্য পড়া হলো না সেভাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন