অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

অণুগল্পে রুবি

 


প্রতিশোধ
====================
রুবি সেনগুপ্ত
====================


পর্ব-১

ফাঁকা রাস্তায় তীব্রগতিতে বাইক চালিয়ে হসপিটালে যাচ্ছিলো কৌশিক সরকার।হঠাৎ ই বাইকের ব্রেক কষতে হলো তাকে,কারণ সামনের রাস্তায় পড়ে রয়েছে পাথরের একটি বিশাল চাঁই।

বাইক থেকে নামতেই গাছের আড়াল থেকে কৌশিকের সামনে এসে দাঁড়ালো ছাব্বিশ বছরের মেঘনা রায়।ঝলসে যাওয়া মেঘনার বীভৎস মুখ দেখে ভয়ে চমকে উঠলো কৌশিক।

চার বছর আগে মেঘনার মুখে অ্যাসিড ছুঁড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল কৌশিক। কৌশিকের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো মেঘনা। তার ই প্রতিশোধ ছিলো অ্যাসিড।উপযুক্ত সাক্ষী এবং প্রমাণ অভাবে আদালতে কৌশিকের অপরাধ প্রমাণিত হয়নি।বেকসুর খালাস হয় সে।

নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে আজ কৌশিকের মুখোমুখি এসে দাঁড়িয়েছে মেঘনা।কৌশিক-কে লক্ষ্য করে মেঘনা নিজের হাতে ধরা অ্যাসিডের বোতল ছুঁড়ে মারলো, যা কৌশিকের কানের পাশ দিয়ে চলে গেলো।

ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে মেঘনার পায়ের সামনে হাঁটু গেড়ে দুই হাত জোড় করে কৌশিক বললো "আমায় ক্ষমা করে দে মেঘা।আমি মস্ত বড় ভুল করেছি।ক্ষমা করে দে"।




পর্ব-২

এরপর মেঘনা বিস্ফারিত চোখে কৌশিকের দিকে চেয়ে বললো "ক্ষমা,আজ তুই আমার কাছ থেকে ক্ষমা চাইছিস কোন মুখে?আমার জীবন থেকে হারিয়ে যাওয়া চারটে বছর,আমার পরিবারের হারিয়ে যাওয়া সম্মান এবং আমার মৃত বাবা কে ফিরিয়ে দিতে পারবি তুই?সব ফিরিয়ে দিলে হয়তো তোকে ক্ষমা করতে পারি।ফিরিয়ে দে সব।দে ফিরিয়ে"।

এরপর কৌশিক মেঘনার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত জড়ো করে বললো "কাকু আজ আমাদের মাঝে নেই।তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। তবে তোর পরিবারের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আমি।তোর ভবিষ্যৎ জীবন যেন সুখের হয় সেই ব্যবস্হা করবো"।

এবার মেঘনা বলে উঠলো " আমার ভবিষ্যৎ জীবন সুখের হোক বা না হোক সেই চিন্তা তোকে করতে হবে না।নিজের ভবিষ্যৎ-এর কথা চিন্তা কর আজ থেকে।আমি অনায়াসে প্রতিশোধ নিতে পারতাম তোর থেকে। কিন্তু ইচ্ছে করে মারলাম না তোকে।একটু আগে তোর স্ত্রী টুপুর যমজ কন্যা-সন্তানের জন্ম দিয়েছে।ভাবতেও অবাক লাগছে তোর মতো অমানুষের জন্য আজকের দিনটা আনন্দের।

আশা করছি,আজ থেকে স্ত্রী এবং সন্তানদের সাথে নতুন জীবন শুরু করবি। যা আমার সাথে করেছিস আর তা কোনোদিনও কারোর সাথে করবি না।যদি করিস তাহলে আর ক্ষমা পাবি না"।

তারপর মেঘনা স্কুটি চালিয়ে চলে গেলো।তার চলার পথে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো কৌশিক এবং মনে মনে প্রতিজ্ঞা করলো "আমি ভালো মানুষ হয়ে উঠবো।তোকে কথা দিলাম"।



1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন