অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় সিলভিয়া  ঘোষ

===========
খোয়াবনামা
===========


প্রবাহমান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত

যে পথচলা তার নাম সফরনামা!

এই সফরনামার পায়ে পায়ে যেমন থাকে

অভিজ্ঞতা নামক শিক্ষার ইঁট ঠিক তেমনই

তাদের ফাঁকে ফোঁকরে সিমেন্টের মতো জুড়ে থাকে

অজস্র টুকরো টুকরো রক্তের দাগ,

মান অভিমানের মোটা বালির দানাফুলের পরাগ


চাইলে তুনি তাদের অনায়াসে ঝেড়ে ফেলতে পার

অবচেতন অন্তর থেকে

কিম্বা তাদের, মনের গভীরে যত্ন করে

সাজিয়ে রেখে নাম দিতে পার খোয়াবনামা।

যেখানে মাঝে মাঝে হাত রাখলে ভেসে আসবে

রক্তের আঁশটে গন্ধ!

কখনও ভেসে আসবে মিঠা আতরের সুগন্ধি থেকে রজনীগন্ধার মিষ্ট সুবাস।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন