===============
এক নিঃস্ব মানুষ
===============
এই যে আলোর খেলা এত; এত গান উচ্চারণ
কে বলে ত্যাগের নিয়তি ছাড়াই তুমি চলে যেতে পারো?
দেখো সমস্ত ভারত খুলে যাচ্ছে অংশীদারে
আর ব্রতের আরাধ্যা হয়ে হৈ হৈ সদর বাংলায়
ধীরে অপাপ সকালে বৃষ্টি-স্বরে তুমি গান ধরো
মাটি ঝরে কোমল বৈশাখে,
রোদের সেতার জানি, তুমি যেন আসন্ন শরৎ
তোমার তরণী ধ্রুব, তোমার গন্তব্য বিভাজিকা
স্রোতে সরস রশ্মি ফলায়
জীবন এমনই - ধুলোরা ধারালো হলে
নাবিকের মতো সঙ্গী-পথে তারায় তারায়
যে যেমন খুশি নিঃস্ব হয়ে
ক্রমে স্বজাতি হারায়।
এক নিঃস্ব মানুষ
===============
এই যে আলোর খেলা এত; এত গান উচ্চারণ
কে বলে ত্যাগের নিয়তি ছাড়াই তুমি চলে যেতে পারো?
দেখো সমস্ত ভারত খুলে যাচ্ছে অংশীদারে
আর ব্রতের আরাধ্যা হয়ে হৈ হৈ সদর বাংলায়
ধীরে অপাপ সকালে বৃষ্টি-স্বরে তুমি গান ধরো
মাটি ঝরে কোমল বৈশাখে,
রোদের সেতার জানি, তুমি যেন আসন্ন শরৎ
তোমার তরণী ধ্রুব, তোমার গন্তব্য বিভাজিকা
স্রোতে সরস রশ্মি ফলায়
জীবন এমনই - ধুলোরা ধারালো হলে
নাবিকের মতো সঙ্গী-পথে তারায় তারায়
যে যেমন খুশি নিঃস্ব হয়ে
ক্রমে স্বজাতি হারায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন