অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কয়েকটি কবিতায় দেবাশিস মুখোপাধ্যায়

 

=================
ভূমিকা রহস্য গল্পের
=================

#১.

চার দেয়ালের ঘেরাটোপে দিওয়ালি

উসকে দিচ্ছে আমিবাজি

ফাটাফাটির তারিফ

পাখিক্লান্ত ডানা দানা না নিয়েই

নীড়বাসে ঘুম প্রার্থনায়

ভাটতমা ওকে একটা ভাটিয়ালি

স্বপ্ন দাও



#২.

মাঠ তাকিয়ে চোখ কুড়ালে

আমি সবুজ হয়ে পড়ি

একটি নিবিড় আদর পাই

বাক্স ভেঙে গেলে

বাতাসের সের সের হাসি



বৃষ্টি পড়তে থাকে আমার ভিতরে

গানও



#৩.

বিকেল আকাশের হলে

কুসুম ছড়িয়ে যায়

ডানা রহস্য গুটিয়ে আনে

নদীর মেঘে নদী মেঘলা হলে

কোথাও কোথাও আগুন

আবার ছাইও



নৌকার কল্পনা তার প্রেমের ইশারায়

একটি অন্ধ গলুই আঁকে

ঝোপের ভিতর লাফিয়ে নামে

চান্দু বিড়াল কালো পুরুষের লেজ





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন