অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় অঙ্কন গুচ্ছাইত 


 

 

===============
নিজ বুদ্ধি চিরকাল
===============



লোকেদের মস্তিষ্ক নেয় উপায়,

তাঁরা চলেন অন্যের কথায় !

বিচার বুদ্ধিতে অযথা ভাবায়

সময় থাকেনা নিজের বেলায় ।



নৌকা চলেছে অন্যের অধীন

অনেক ভরসা- পৌঁছাবে পুলিন ।

নৌকা উল্টাবে এলেই তুফান,

প্রাণ যাবে এটাই বিধান !



নিজেই ঠকলে লাগেনা মলম,

অন্যের ঠকানে হতে হয় অধম ।

অন্যের আবরণে না থাকা’ই উত্তম !

নির্ভুল হোক সবার জনম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন