অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় হরেকৃষ্ণ দে 

 



=======================
ঠিক যেভাবে ভাবতে পারো নি
=======================




একদিনও বিষম খেয়েছো কি না সেটা বড় কথা না

সব থেকে বড়ো কথা হল অতৃপ্তির পাল্টা পরিশোধে তৃপ্তি ভরে ঘৃণা করেছ কি না

একটা অ্যাকুইরিয়াম সাজিয়ে রেখেছি মনের ডাইনিং হলে

আমার প্রতি সব ঘৃণা ভরে রাখব বলে

মন খারাপ হলে শ্যাওলা জমা জলে ভাসমান ঘৃণার সাথে চোখ রেখে তোমাকে দ্যাখবো

আমার অ্যাকুইরিয়ামে ভরে উঠবে তোমাকে অপ্রেরিত কবিতার সামুদ্রিক জল


কোন দিনও তুমি জানবে না

আমার অ্যাকুইরিয়াম তোমাকে সাজানো এক নেশার মত

ঠিক যেভাবে ভাবতে পারো নি




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন