==================
দ্রোহ কাল মানুষে সবুজে
==================
দেয়ালের লেখা গিলে খায় শ্যাওলার অসুখ
দিন রাত্রি হেঁটে চলে প্রতিদিন সূর্যাস্ত জানে
শরীর জুড়ে এখন সাপটে দিগন্তের অভিমান
ঘরের দরজায় এখনও মায়ের গন্ধে স্নান
শরীর জুড়ে আশ্চর্য পিতৃসত্তা আঙুল ছোঁয়া সুখ।
#
বহুবার ভেঙেছে শরীর জানে অবাক গাছের ছায়া
অন্ধকার সময়ে কপাল ছুঁয়েছে ঈশ্বর চুম্বন
স্মৃতির আনন্দ বোঝেনি যুগল স্নিগ্ধতা
তবুও যন্ত্রণায় শিরায় রক্তফুলে কঁকিয়ে ওঠে--- মাগো
জীবনের ভেতরে কত ইচ্ছে বর্ণ ময় হয়ে ওঠে অমৃত উৎসবে।
#
অনেক অক্ষর ছিল নিথর শব্দের মতো আলোময়
একইরকম প্রতিদিন ছড়িয়ে অরব আত্মার জলছবি
ডাঁয়ে বাঁয়ে রাস্তাগুলো এঁকেবেঁকে মন্দিরে শ্মশানে
কেউ কেউ বোঝে অগোচরে বেড়ে ওঠে মানুষ দেবতা অসুর
নিথর শব্দময়তায় সৃষ্টি বোঝে কুঁড়ি ফুল পরাগ আয়ু।
#
সকল প্রশ্নের মতো অদ্ভুত জন্ম বোঝে বীজের অঙ্কুর
কাদা মাটি জলের শরীর ছুঁয়ে জাগে রোদ সোনা ধান
কোন শূন্যে ভাসে ঈশ্বর জন্ম জানে কী শালিক চড়ুই সকাল
ক্ষিদেরা হিসেব কষে কষ্টের ভেতর রক্ত ফুলে অসুস্থতা
বাউলে বাতাসে শরীর জুড়ে দ্রোহ কাল মানুষে সবুজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন