অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় পায়েল সেন

 


=======
আলাপ
=======

ধুলো মাখামাখি স্মৃতির সিন্দুক,

মরচে ধরে মনের দরজায়,

মুষলধারে আজও বৃষ্টি নামে

বহু প্রতীক্ষিত ওই চোখে, অবলীলায়।


ব্যাথায় মোড়া একলা কাটায়

হলদে মলাট সঞ্চায়িতা,

তালাগুলো সব পর্দানসিন

লুকিয়ে লেখে মনের কথা।


হঠাৎ কোনো দমকা হাওয়ায়

উড়ে গেল পর্দাঢাকা...

বৃষ্টির কয়েক ফোঁটায়

সোহাগ মাখে শুষ্ক শাখা।


জং ধরা এপিটাফেও,

সবুজ জাগায় নতুন আশা

প্রাণহীন প্রেম কবরে খোঁজে

নতুন করে ভালোবাসা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন