===========
অধিষ্ঠান
===========
একদিন কবি তার অনুরাগিনীকে বললেন,--"আমি যে কদম গাছ রোপণ করেছি আমার বাগানে
তুমি যেন মাঝে মাঝে ক্ষণিকের তরে এসে
সাক্ষাৎ কোরো সেখানে।"
কবির অনুরাগিনী বললেন,--"উহু, তেমনটি সম্ভব হবেনা।"
চোখে তার দুষ্টু হাসির ঝিলিক!
এরপর দেখাসাক্ষাৎ আলাপচারিতা হয়েছে
কবির কদম গাছের নিচে একাধিক বার দু'জনে।অন্যত্রও মাঝে মাঝে।
এভাবেই কাটলো অনেক মাস কিছু বছর ।একদিন কবি তার সহকারীর হাত দিয়ে
এক গোলাপী কাগজে কয়েক পংক্তি লিখে
পাঠালেন তার অনুরাগিনীকে।---
" আমি রোপণ করেছি
যে কদম্বগাছখানি
তোমার হৃদয় গহনে
যদি আমি যাই চলে
সেখানেই দেখা হবে
রোজ সকালে বিকালে।"
সেই যে কবির চলে যাওয়া,
আর কখনো কবির দেখা মেলে নি।
অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
একটি অণুগল্পে শংকরলাল সাহা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন