অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

দুইটি অণুগল্পে দেবযানী বসু

 



==================
কয়েনের বাইপাসে বাঁচি
==================


অপরাধের কামরাঙা কাম অ্যান্ড গো খেলায় নাম লেখায় নি। অপরাধের অভিযোগে সূর্যকে ক্লান্ত করে পৃথিবী নিজের গতি বাড়িয়ে দিল। দুলে দুলে ভাষানৌকো এতদূর এর। হাতে ছেনি ও কোদাল। পাহাড়ি স্রোতে নৌকো পায়রাবাজি দেখায়। নদীর দুপার ধরে সবুজ আগুনের চিতা। আমার চিতার নাম উদীয়মান নক্ষত্র। পয়সার তাকতে জীবনের স্থিতিজাড্য পূর্ণতায় ভরে প্রোফাইল।

=========
স্থাপত্য
=========



বলা তো যেত হাজার কয়েক বাইপাস অনন্ত ফণা তুলে শহর ঘিরেছে। মিষ্টির দোকান চিনিয়ে দেবে বাড়ি। প্রজাপতিরা ডানা বদল করে। স্রোতে ভাসা বিপদ ততটা সেঁচে তুলতে পারে না। স্রোত খালি ওজন করে জল পাঠায়। শোভা দেখি ডিগবাজি খাওয়া ঘর উঠোনের। বুড়িরা বুড়ির বন্ধু। বুড়িমা বন্ধুরা ঝলসানো রঙে চোখ সেঁকে নেয়। দু দাঁতের ফাঁকে নির্মীয়মান বিশ্বাস কারো কাছে লাগছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন