===================
===================
মা.... ও মা .... আমি আর ভজন গাইব না। কেন রে বুলি ! কী হয়েছে ? জানো তো মা আমি যখনই লোকের কাছে ভজন গাইতে যাই , ওরা আমাকে তাড়িয়ে দেয় । আমি আর কোনোদিন ভজন গাইব না । আচ্ছা ঠিক আছে বুলি মা আমি তোমাকে খেয়াল শিখিয়ে দেব কেমন ! হ্যাঁ মা সেই বরং ভালো ।
দুই দিন পর..... লোকগুলো আমাকে আজও তাড়িয়ে দিয়েছে মা , আর খেতেও দেয়নি । ওরে আমার সোনা বাছা রে , লোকেরা আমাদের অত সহজে খেতে দেয় না রে ।
বুলি অস্থির হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমি কী করব মা ? তাহলে শোন তোকে ঠিক কী করতে হবে .. প্রথমে লোকেদের কানের কাছে গিয়ে ভজন , খেয়াল , লোকগীতি, ভাঙরা যা হোক কিছু একটা ধরবি । ওরা যখন হাত নেড়ে তোকে তাড়িয়ে দিবে তখন মুখ, কান, গলা যেখানেই ফাঁকা পাবি সেখানেই কুট করে কামড়ে দিবি আর ওখান থেকে সরে আসবি যত তাড়াতাড়ি সম্ভব । কিন্তু খুব সাবধান ! ভুল করেও ওদেরকে হাততালি দেওয়ার সুযোগ দিস না যেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন