=========
ক্ষয় নেই
=========
চলো ফিরে যাই সেইখানে,
যেখান থেকে শুরু হয়েছিলো।
আসাটা যেমন সত্য, যাওয়াটাও সত্য ভীষণ।
কেন মিছে মায়ার পরতে জড়ালে নিজেকে!
মায়া,মোহ সব মিছে।
মূল্যহীন যা করেছো সঞ্চয়, এতদিন ।
তার চেয়ে চল ওই খোলা আকাশের নীচে।
সবুজ ঘাসের গালিচায়।
পাশে এসে বসো।
হাত দু'টি ধরো।
এইটুকু সঞ্চয়।
কিছুটা সময় অক্ষয় হয়ে রয়ে যাবে।
কিছুই থাকেনা জানো,কিছুই থাকেনা।
শুধু তোমার আমার ভালো কিছু কথা,
কিছুটা সময় আর ভালোবাসা স্মৃতি হয়ে রয়ে যাবে চিরদিন।
জানো ভালোবাসা মরেনা কখনো।
ক্ষয় নেই-- নেই তার চলে যাওয়া।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন