অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় উত্তম চৌধুরী 


===============
প্রমাদজনিত
===============

ভেবেছিলাম ঠিকই আছে--

সময়ের জায়গায় সময়,

রোদের জায়গায় রোদ,

ছায়ার জায়গায় ছায়া

আর মানুষের জায়গায় মানুষ।

কিন্তু না,

মানুষের ভেতর আদৌ কোনও সময় ঢোকেনি

সময়ের ভেতর মানুষ ঢুকে বসে আছে।

ছায়ার ভেতর আদৌ কোনও রোদ ঢোকেনি

রোদের ভেতর ছায়া ঢুকে বসে আছে।

এখন যেদিকে যাই

বাঁশ বা বাঁশের মতো শব্দাবলি

ঝড়ের মতো আকাশ নিয়ে উড়ে যাচ্ছে।

এখন যেদিকে যাই

সূঁচ বা সূঁচের মতো শব্দাবলি

পেটে ঢুকেই ফালের মতো বেরিয়ে যায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন