অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

দুইটি কবিতায় আবদুস সালাম


 

 

========
মাতৃভাষা
======== 
 
ভাষা নিয়ে বেহায়াপনা ভাল্লাগেনা

স্তব্ধ চিৎকার ভেসে আসে মাতৃভাষা আঙিনায়
চুঁইয়ে পড়ে ভালোবাসার গান

আলোচ‍্য উচ্চারণে জমে ওঠে মেঘস্তব্ধতা
খুলে ফেলি বিদগ্ধ নিষেধাজ্ঞা
পল্লবীত সাঁতরে হাবুডুবু খায় মাতৃভাষা

পৃথিবীর মন্দিরে মন্দিরে বাজে কাঁসরের ঘণ্টা
মাতৃভাষার পূজা হয় পাগলের প্রলাপে
অর্ধোন্মাদ মানুষ আর্তনাদ করে বিদেশী ভাষায়

ভালোবাসার ভাষা কাশবনের মাথায় রোদ পোহায়
অনাদৃত আর দিশেহারা দুঃখে লজ্জায় মুখ গুঁজে
 
 

======== 
ব‍্যাভিচার
========


রোজ রোজ চৈতন্যের দরজায় কড়া নাড়ে ভ্রম

রাতের বিছানা কন্টকাকীর্ণ হয়

ছটফট করি

নিঃসঙ্গতা গিলে খায়

ফুল ফোটে জাগরণের

উলঙ্গ রাত

ব‍্যাভিচার ডানা মেলে

বিষবৃক্ষের ছায়ায় দুদন্ড বিশ্রামের চেষ্টা করে বিষাদ কন‍্যারা

আমাকে চুম্বন করে

অবৈধ ইচ্ছেরা স্বপ্ন মৈথুনে মগ্ন হলে

চৈতন্যের দরজায় কড়া নাড়ে রূপ কথার কন‍্যা

বিবর্ণ ক্ষতগুলো মূখর হলেআমাকে উলঙ্গ করে প্রতিদিন

জাগরণের উৎসবে মেতে ওঠে ব‍্যাভিচার

উপশমহীন যন্ত্রণারা প্রায়শ্চিত্ত করে

হোলি খেলে মরচে ধরা বিবেকের মাঠে

বিরাম বর্জিত জনপদে হেঁটে যায় মনুষ্যত্বের আধমরা লাশ

বিষন্ন জলে স্নান করে সূচী হতে চাই নিঃসঙ্গ ব‍্যাভিচার

বিশ্বাসের নদীতে জোয়ার আসে তখন

ডুবে যায় আমাদের উদ্বাস্তু প্রেম

1 টি মন্তব্য:

  1. একরাশ বাসন্তী শুভেচ্ছা।অন্যমনের সকল কর্ম কূশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা।

    উত্তরমুছুন