অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় বিবেকানন্দ মিস্ত্রী



=============
পুরানো প্রেম 
=============

জানতে চাইছো, কেমন আছি?

ভালো আছি আমি,

তোমায় একটু দেখার জন্য

করি না পাগলামি।



এখন আমার অনেক সময়

একলা ঘরে থাকি,

জানলায় এসে কেউ করে না

আমায় ডাকা ডাকি।



শাল পিয়ালের বনের মাঝে

কিংবা নদীর পাড়ে,

এখন আর কেউ হাতটি ধরে

বসায় না আমারে।



স্কুলের থেকে শুরু করে

কলেজের দিনগুলি,

তোমার কি সব মনে আছে ?

আমি গেছি ভুলি।



অনেক আশায় দুজনের-ই

কতই ছিল বায়না,

বহু দিনের কথা সে সব

মনে রাখা যায়না।



তোমার আকর্ষণে আর

তৃপ্ত হয় না মন,

তোমার জন্য উতলা তাই

হই না সারাক্ষণ।



তুমি এখন নতুন ঘরে

নতুন সাথীর সনে,

তাইতো তোমায় ভুলে গেছি

পড়ে না আর মনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন