অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় গোলাম রসুল

 

===============================
জমানো স্মৃতি
===============================


যখন সেই আশা আকাশকে তাড়িয়ে নিয়ে যায়

আমাদের বানানো কঠিন নৌকা হারিয়ে দেয় সমুদ্রকে

আর দৃষ্টি ঘাড় ধরে ঘুরিয়ে দেয় পর্বতমালার



দেখো দেখো কিভাবে ধ্বংস হচ্ছে অমরত্বের ছাদ

মিস্ত্রিরা কাজ করছে যেখানে তাদের পায়ের নিচে



একলা চলে যাচ্ছে বালক কালো রাত্রির মতো

চাঁদের ভাঙা তোরণ

কিছু ছায়া আর নক্ষত্রদের টুকিটাকি মাথায় নিয়ে



শোনা যাচ্ছে উপত্যকার কান্না

নিশুতি মৃত্যুর অন্ধকার

দিগন্তে কালের বইয়ের মতো একঝাঁক গাছ

আর আলোর পোকার নাচ দোলাচ্ছে একটি শহরকে

শুধু জমানো স্মৃতির মতো ধনী আমরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন