===============
চুম্বনে ভাতের গন্ধ
===============
আমার চিরকালীন যদি পথ ভুলে যায় কোনোদিন
আকাশের নীলে তবু লেগে থাকে তার আলো,
বাতাসে লেখা থাকে মুছে যাওয়া মুহূর্তদের নাম।
আমিও বেভুল পথিক, মনে করি বারবার
এখনও সে এইখানে আছে; এই তার রাতের শীৎকার
এই তার চিরহরিৎ পাতা, এই তার ফুলের পরাগ
এই তার দুপুরের ভারী শ্বাস, এই তার ঘাম।
এখনই উঠবে আবার ত্রয়োদশী চাঁদ, প্রাচীন সভ্যতার
আমি তার চুম্বনে খুঁজে নেবো ভাতের গন্ধ, আবার।
চুম্বনে ভাতের গন্ধ
===============
আমার চিরকালীন যদি পথ ভুলে যায় কোনোদিন
আকাশের নীলে তবু লেগে থাকে তার আলো,
বাতাসে লেখা থাকে মুছে যাওয়া মুহূর্তদের নাম।
আমিও বেভুল পথিক, মনে করি বারবার
এখনও সে এইখানে আছে; এই তার রাতের শীৎকার
এই তার চিরহরিৎ পাতা, এই তার ফুলের পরাগ
এই তার দুপুরের ভারী শ্বাস, এই তার ঘাম।
এখনই উঠবে আবার ত্রয়োদশী চাঁদ, প্রাচীন সভ্যতার
আমি তার চুম্বনে খুঁজে নেবো ভাতের গন্ধ, আবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন