অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় মৌসুমী রায়


==============
ইনবক্সের সুখ
==============


অনেকদিন তো জমে ছিলো

ইনবক্সে সুখ,

সেখানে কাব্য করে শরীরী খেলায়

তুই আমি উন্মুখ।



তোর চোখেতে আগুন জ্বললে

ঘামতে থাকি আমি,

ঝড় উঠলেই ভাবনা শুরু...

কোথায় গিয়ে থামি?



ঝড়ের সাথে আমার শাড়ির...

বড্ড আড়াআড়ি,

তোর ঝড় কি,দুহাত দিয়ে

সামলাতে আর পারি?



ঠিক পাঁচটায় ঝড় থেমে যায়...

তোকে ফিরতে হবে জানিস,

ঘোরলাগা সেই "আমিটার "

আর কি খবর রাখিস!!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন