অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় বদরুদ্দোজা শেখু 

 

 

=========
ভোর হলেই
=========


ভোর হলেই ধরতে হবে ট্রেন। যেতে হবে ভিড়ের

স্বর্গরাজ্যে সরকারী কাজে।


আমার বোনেরা যাবে আমার ভাইয়েরা যাবে মাঠে ---

মই, বলদ, লাঙল, জোয়াল মাথাল ও হাতের পাঁচন

নিয়ে, ফালের ডগায় ধোঁয়ানো বুন্দিটা বেঁধে,

বেলার লাহারী বেঁধে গামছা কোমরে,

কাদা জলে যুদ্ধ করতে, কাদান রুপনি করতে

রোদে ঘামে পুড়ে' মরতে, খেয়ে ঘোলা পানি।

আকাশ মেঘের কানাকানি দেখা যাবে আদিগন্ত

থই থই জলের ছায়ায় ঐখানে আয়না যেন-বা,

যেন-বা পৃথিবী জুড়ে জল ছাড়া কিছু নাই আর।

যেন এখানে কখনো কেঁদে কেঁদে মরেনি তৃষ্ণার কষ্টে

মাটি ও বাতাস ; কুঁজো বক শালিকের সদ্য সরোবর

ওইখানে ভেসে যাবে স্বপ্নের সোনালি হাঁস বালিহাঁসগুলো

গুলি কেউ করবে না, তাড়াবে না কেউ ----

ঢেউয়ে ঢেউয়ে কেবল উজিয়ে যাবে উজানীর মাঠে ।

কখনো বৃষ্টির ছাটে উড়ে যাবে আকাশের ধূসর ফরাশে।

আশেপাশে গরুগুলো গা ঝেড়ে গা ঝেড়ে ল্যাজ নেড়ে

তাড়াবে বোঝার ক্লান্তি মশা মাছি ডাঁশ,

কাশবনে বুনো চড়ুইয়েরা জুড়ে দেবে তুমুল লড়াই,

তাতেই সন্ধ্যা নামবে অবসন্ন স্থগিত স্থবির, বিড়ি ফুঁকে

ফিরে আসবে লটবহর নিয়ে আমার ভাইয়েরা

গাছ-কোমর কাপড় প'রে ফিরবে বোনেরা

মাথালে ক’রে বোঁচকা কাঁখে নিয়ে

ছোট ছোট খড়ের মাটির ঘরে

জ্বালাবে সাঁঝের কুপি,

জলময় প্রান্তর পাহারা দিবে পূর্বপুরুষেরা।


আমি গিয়ে দেখবো শহরে

মোহরের ছড়াছড়ি, মানুষেরা কাক কিংবা চিল

মিছিলের ডগায় ডগায় হাঁটে বন্দুক পুলিশ,

আকাশ দখল করে নিচ্ছে অট্টালিকা

মাঠকে ভাগাড় ক'রে দিচ্ছে আবর্জনা, যানজটের

ভিতর কাজের কল্লা কাটছে টাঙানো মাইক ,

ঝুপড়িগুলো কুঁকড়ে' যাচ্ছে অঝোর বৃষ্টিতে, তার আবাহনে

উজানীর মাঠ নাই, সেখানে স্বপ্নের হাঁস উড়বে না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন