===================
এখানে কোনো শরীর নেই
===================
চাইলে মেঘ আমার বন্ধু হতে পারতো
কিন্তু সে,আকাশ থেকে খসে পড়ে
মেঘনার গাঁয়ে সুরঙ্গ খুঁজে
লুকিয়েছে ক্যাঙ্গারুর স্বাবকের মতো!
পাতার বাঁশির সুর সেও আমার
যুগল অধর আরষ্ঠ করে
বেজে যেতে পারতো স্বহাস্যে,
হাসি যে তার ভালো লাগে না-
ভালো লাগে নরম ঝিনুকের হাতে
বিছানার উত্তাপে রান্না করা
মুখোরোচক নতুন নতুন খাবার।
বুকের মধ্যে যে মনের শরীর থাকে
ওখানে অনায়াশে কবি কবি চেহারার
দুফিতার স্যান্ডেলটাও বসত গড়তে পারতো!
মনের শরীর..! সে আবার কি?
দেখা যায় না,ছোঁয়া যায় না,ধরা যায় না
পুরুষালী ভঙ্গিতে তাকে তো শাসন করা যায় না।
তারও নাকি নারীর শরীর চাই!
আমি যে মানুষ,আমি যে বন্ধু..
আমি দৃষ্টি চোখের মিষ্টি স্বর্গে
ভালোবাসার পৃথিবী!.
শুনছো...
এখানে কোনো শরীর নেই
পুরোটাই মন!
তাইতো আজো আমি একা!
এক্কেবারেই একা!
আমার কোনো বন্ধু নেই
আমার কোনো পুরুষ নেই
আমার কোনো শরীর নেই
আমার কেবল মন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন