=============
উত্তরাধিকার
=============
উঁকি মেরে চলে যায় আঁধার জীবন -
ফসিল শরীর লুকিয়ে রেখে ঠিকানা খুঁজে বেড়ায়
ঘুড়ির মত ভেসে বেড়ায় অলিখিত কান্না কথা।
অবুঝ নদীতে ডুবে যায় শৈশবের চরাচর
শুকনো মুখে কখন লেগেছে চাঁদের গ্রহণের ছায়া
সুখের ভাটিয়ালি সুর থমকে কৃষ্ণচূড়ার মগডালে।
গত জন্মের হিসাব এখনও কী আছে বাকী
পাপের বোঝা মাথায় নিয়ে ফাগুন গেছে ফিরে
সুখের ভাষা রাত্রি খোঁজে নীরব অভিমানে।
দেবতার মন্দিরে মাথা ঠুকে মরে মানুষ
ফল মেলে না, শুধুই চোখের জল ফেলা -
হৃদয় দুয়ার উজাড় করে কে দেখবে গভীর ক্ষতের চিহ্ন।
চিতাকাঠ ছুঁয়ে দাঁড়িয়ে আছে উত্তরাধিকার
বংশ পরম্পরায় চলে আসছে দীর্ঘশ্বাসের ধূসর পাণ্ডুলিপি
গোধূলির কান্না থেমে গেলেও আজও পিছু ছাড়েনি দারিদ্র্য।
============
পদাতিক
============
দুদণ্ড জিরিয়ে নেব ভাবছি সেই কবে থেকে
কিন্তু জিরিয়ে নেবার সময় হল কই –
পদাতিক সৈন্যের মত চলছি তো চলছিই ...
ঘোড়ার ক্ষুরের শব্দে জেগে ওঠে ভোর
বেঁচে থাকার লড়াইটা যুগ যুগ ধরে চলছে
শরীরের কঙ্কাল থেকে খসে পড়ছে সভ্যতার রঙ।
মাঝে মাঝে ইচ্ছে করে পাখির মত হাওয়ায় ভাসতে
সেই কবে যে হেসেছি মনে পড়ে না –
মরা রোদ্দুরের ছায়া সারা শরীর জুড়ে।
অনেক রাত্তিরে যখন বাড়ি ফিরি চাঁদ ডুবে যায়
রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসে
নিশুতি রাত বুকে জড়িয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি।
জলপ্রপাতের শব্দটা যেন মনে হয় জলতরঙ্গের ধ্বনি
অপূর্ব মধুর ঝংকারে শরীর জুড়িয়ে যায় –
জীবন থেকে ক্রমশ উবে যাচ্ছে মেঘ বৃষ্টি রোদ্দুর!
===============
সবার উপরে
===============
পোশাক বদলে সভ্য হলে নোংরা কেন মন
হৃদয় দুয়ার খুলে দেখো মিলবে গুপ্তধন।
সাদা পোশাক সাদা মন জীবন সহজ সরল
কালো মনে আঁধার ভরা রাশি রাশি গরল।
সুখের দুয়ার খুলতে গিয়ে হারিয়ে ফেললে চাবি
বলবে কাকে দুখের কথা আছে কী কোনো দাবী?
উলঙ্গ হয়ে আসলে ধরায় যাবে উলঙ্গ হয়ে
ধনদৌলত রইবে পড়ে দেখবে অবাক চেয়ে!
মাটিতে যাদের পড়েনা পা তারাই মাটিতে বসে
এসব কান্ড দেখে ওদের মুখ টিপে গরীব হাসে।
ক্ষমতা দম্ভ থাকবে না আর হবে সবাই নিঃস্ব
সবার উপরে আছেন ঈশ্বর মাথায় নিয়ে বিশ্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন