অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা
অন্যমনে সাহিত্য
===============================
দ্বিতীয় বর্ষের অষ্টম সংখ্যা, আগস্ট ২০২১
===============================
প্রিয় সাহিত্য বন্ধু
অন্যমনে সাহিত্যের জুলাই মাসের সংখ্যায় আমরা আহ্বান করেছিলাম “জলযাত্রা”
আজ নেট জুড়ে অসংখ্য ওয়েব ম্যাগাজিন, ব্যাক্তিগত ব্লগ থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন সাইটে গল্প , কবিতার প্রকাশের মধ্যে দিয়ে অবরুদ্ধ কবিতারা বাংলার ভার্চ্যুয়াল কাব্য জগতে ডানা মেলেছে মনের আনন্দে। গ্রাম আর শহরের বুকে এখন টিকে থাকার-এর সচ্ছন্দ পদচারনা,দীর্ঘ লকডাউন আর রাজনৈতিক জড়তাকে কাটিয়ে উঠে মানুষ ইতি-উতি ভালবাসার ওম খুঁজে বেড়াচ্ছে।
বর্তমানের অনুভবে অতীতের অভিজ্ঞতা সিঞ্চিত সচেতন উপলব্ধি আর ভবিষ্যতের স্বপ্নিল কল্পনা- এই দুইয়ের সাহিত্যিক মেলবন্ধন ঘটিয়ে আমাদের চেতন অবচেতন মনের আঙিনায় শব্দই আমাদেরকে উদ্ভাসিত করে তোলে জীবনের রামধনুতে। শব্দ শৃঙ্খলে সংগবদ্ধ তরঙ্গই পারে জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলতে আমাদেরকে। আর তখনই আমাদের আমিত্বগুলি অর্থবহ হয়ে ওঠে।
এই ভাবনাকে সংকল্প করে অন্যমনে চাইছে আপনার সেরা লেখা যা জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলবে আমাদেরকে ।
প্রিয় বন্ধু অন্যমনে সাহিত্যের দ্বিতীয় বর্ষের অষ্টম সংখ্যা, আগস্ট ২০২১ সংখ্যা হবে গুচ্ছ কবিতার আর অণু গল্পে ভরা "উন্মুক্ত সংখ্যা"।
প্রিয় বন্ধু, কবিতা, প্রবন্ধ আর অনুগল্পে আমরা চাই আপনার সেরা সৃষ্টি। । লেখার সঙ্গে অবশ্যই, লেখক পরিচিতি, এক কপি রঙিন ছবি, ঠিকানা ও লেখকের সাথে যোগাযোগ নম্বর উল্লেখ করে পাঠাতে হবে।আপনার লেখা অভ্র কি বোর্ডে টাইপ করে পাঠাতে হবে । ইমেজ কিংবা পিডিএফ ফরম্যাটে লেখা চলবে না ।
পাঠিয়ে দিন আপনার আমাদের ই মেল এ ৫ই আগস্ট ২০২১ এর ভেতর ।
আমাদের ই মেল এর ঠিকানায় :-
annyomone@gmail.com
সকলে খুব ভালো থাকবেন ।
ভাস্কর পাল
এবারের অন্যমনে সাহিত্যের সংখ্যাটি পাওয়া যাবে অন্যমনে সাহিত্যের ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করেই:
https://e-annyomone.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন