স্বপ্ন
===========
ঋতুপর্ণা চ্যাটার্জি
============
পয়লা বৈশাখের হাটে খুব ভীড়, তার মধ্যেই বাচ্চাদুটোর জন্য কমদামী জামা কিনল পলাশ, প্রতিমার চুড়ি খুব পছন্দ.. অভাবের সংসার তবু বছরকার দিন প্রিয়মানুষদের মুখে হাসি ফোটে। বাড়ি ফিরে দুপুরের নির্জনতায় প্রতিমার হাতে পড়িয়ে দিল চুড়ি,
এক দমকা রোদ যেন দুজনকে বাঁধল শক্ত করে... "বাবা বাবা চিৎকারে চমকে উঠে বসল পলাশ, চারিদিকে নিশুতি অন্ধকার। ছেলেটা তারস্বরে কেঁদে যাচ্ছে, মেয়েটা বলে চলেছে-মাকে নিয়ে আয় বাবা, ভাইয়ের যে বড় খিদে। চমকে উঠল পলাশ.. প্রতিমা কোথায়?লকডাউনের রাতে সদ্যজাতটার জন্ম দিতে গিয়ে বাড়িতেই মরেছে সে।একবারে না খাওয়া শরীর আরেকদিকে হসপিটালে নিয়ে যাওয়ার অব্যবস্থা অকালে নিল প্রানটা।দুই হাতে শিশুদুটিকে জড়িয়ে তিনদিনের অভুক্ত শরীরটা রাতের অন্ধকারে হাউ হাউ করে কেঁদে উঠল।
===========
ঋতুপর্ণা চ্যাটার্জি
============
পয়লা বৈশাখের হাটে খুব ভীড়, তার মধ্যেই বাচ্চাদুটোর জন্য কমদামী জামা কিনল পলাশ, প্রতিমার চুড়ি খুব পছন্দ.. অভাবের সংসার তবু বছরকার দিন প্রিয়মানুষদের মুখে হাসি ফোটে। বাড়ি ফিরে দুপুরের নির্জনতায় প্রতিমার হাতে পড়িয়ে দিল চুড়ি,
এক দমকা রোদ যেন দুজনকে বাঁধল শক্ত করে... "বাবা বাবা চিৎকারে চমকে উঠে বসল পলাশ, চারিদিকে নিশুতি অন্ধকার। ছেলেটা তারস্বরে কেঁদে যাচ্ছে, মেয়েটা বলে চলেছে-মাকে নিয়ে আয় বাবা, ভাইয়ের যে বড় খিদে। চমকে উঠল পলাশ.. প্রতিমা কোথায়?লকডাউনের রাতে সদ্যজাতটার জন্ম দিতে গিয়ে বাড়িতেই মরেছে সে।একবারে না খাওয়া শরীর আরেকদিকে হসপিটালে নিয়ে যাওয়ার অব্যবস্থা অকালে নিল প্রানটা।দুই হাতে শিশুদুটিকে জড়িয়ে তিনদিনের অভুক্ত শরীরটা রাতের অন্ধকারে হাউ হাউ করে কেঁদে উঠল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন