পাগলি
===================
প্রনব রুদ্র
===================
কতবার তোর সাথে দেখা হয়েছে
কতবার ভেবেছি কত কিছু বলবো
অথচ আজো বলা যায়নি কিছুই।
প্রতিবারই আমি নির্বাক দর্শকমাত্র
আমার শব্দ পাথর চাপা ফসিলস।
শীতের বৃদ্ধ পাতাঝরা গাছ।
কত্ত কিছু শুধু দেখেছি আড় চোখে -
তুই কপালের চুল সরিয়েছিস
আনমনে ঠোঁট কামড়েছিস
হাতের উল্টো পিঠ দিয়ে
কপালের ঘামরেণু মুছেছিস
যত্নে নাকছাবি ঘষেছিস
আমি দেখেছি সওওওব।
একদিন দেখলাম-
তোর পাশে বিপদজনক নিকটে
হাটঁছে তোর প্রশয়িত মানুষ
কীইইই আবেগে ছুঁয়ে রেখেছে হাত।
আমি নিরাপদ দূরত্বে
বুকের বাষ্প ঢাকি
ভালোবাসা ছিলো বলে
সওওওওব দেখে রেখেছি।
নিরব ছিলাম আগে
এখনো নিরবই থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন