স্মৃতিরহিত
===============
সম্পূর্ণা
===============
হৃদপিণ্ডের মধ্যে ঠোঁট ডুবিয়ে মাছরাঙা
তীক্ষ্ণ কোণে কয়েক বিন্দু ইচ্ছেদাগ
গাঢ় হওয়া স্বপ্নে উঠে আসে অপলক দৃষ্টি
ডানার ঝাপটায় খসে যায় বিরহ পালক!
যতোটা পাথরের রোদে বসলে সন্ধ্যে হওয়া যায়-
ততোটাই ছায়া হয়ে আছি।
যতোটা আঁধার জমালে জোনাকি আলো আনে
ততোটাই রাত ছুঁয়ে গেছি।
ওদিকে যেওনা! কতো রাত চাঁদে ভেসে গেছে
পথ বরাবর দীর্ঘ পাহাড় শুধুই প্রমাণে দাঁড়িয়ে
যোগ্যতার প্রবাহমানতা ন্যুড আকাশের ক্যাম্পে
সময় শুধুই চেয়েছে যুদ্ধ প্রতি আমি তুমিতে!
অনেকগুলো যন্ত্রণা প্রেমের মতো হয়
অথচ প্রেম কোনো দুঃখের মতো নয়!
এসো রুগ্ন পৃথিবী, তোমায় ভালোবাসতে শেখাই
তোমার মৃত্যুদের আদরে আদরে নির্লিপ্ত করে যাই...।
===============
সম্পূর্ণা
===============
হৃদপিণ্ডের মধ্যে ঠোঁট ডুবিয়ে মাছরাঙা
তীক্ষ্ণ কোণে কয়েক বিন্দু ইচ্ছেদাগ
গাঢ় হওয়া স্বপ্নে উঠে আসে অপলক দৃষ্টি
ডানার ঝাপটায় খসে যায় বিরহ পালক!
যতোটা পাথরের রোদে বসলে সন্ধ্যে হওয়া যায়-
ততোটাই ছায়া হয়ে আছি।
যতোটা আঁধার জমালে জোনাকি আলো আনে
ততোটাই রাত ছুঁয়ে গেছি।
ওদিকে যেওনা! কতো রাত চাঁদে ভেসে গেছে
পথ বরাবর দীর্ঘ পাহাড় শুধুই প্রমাণে দাঁড়িয়ে
যোগ্যতার প্রবাহমানতা ন্যুড আকাশের ক্যাম্পে
সময় শুধুই চেয়েছে যুদ্ধ প্রতি আমি তুমিতে!
অনেকগুলো যন্ত্রণা প্রেমের মতো হয়
অথচ প্রেম কোনো দুঃখের মতো নয়!
এসো রুগ্ন পৃথিবী, তোমায় ভালোবাসতে শেখাই
তোমার মৃত্যুদের আদরে আদরে নির্লিপ্ত করে যাই...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন