অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

কালবৈশাখী

কালবৈশাখী
======== =========
সুতপা পুততুণ্ড
=================


কালবৈশাখী ত নিয়ম মেনে খেলে না!
তার এলোপাথাড়ি বয়ে যাওয়ার মধ্যেই আভিজাত্য।
মানবজীবনে দমবন্ধ করা গুমোট পরিবেশে,
দমকা হাওয়ার মত!
কখন যে আসবে, কেউ বলতে পারে না!
হঠাৎ তার উদভ্রান্তের মত আগমন!
সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার প্রবনতা!
একমাত্র বৃষ্টি ই পারে সবকিছু বদলে দিতে!
কালবৈশাখীর পরে জীবনটা যেন উল্টো স্রোতে বয়!
আলেয়া, মোহময় হয় ঠিকি, কিন্তু সুদূরপ্রসারী নয়!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন