কবিতায় সুকান্ত মজুমদার
==================
একটা সকাল দিতে পারবে?
বলেছিল দীর্ঘ অন্ধকারের আমি,
সারাদেহে ছিল পরাধীনতা
মনে দাসত্বের ঘেন্নাময় দুর্গন্ধ
অন্তর আত্মায় সুবাসিত দেশভক্তি,
দুচোখে হীন অশ্রুর আপোষহীন
চীৎকার,স্বাধীনতা চায়, চায় মুক্তি
সে এক অভিন্ন, অদ্বিতীয় লড়াই।
ভাগাভাগি, দলাদলি আর বিভেদ
যন্ত্রণার বল্গাহীন দৌড়, এখন?
সে মুক্তি অবসাদ আর আত্মগ্লানি।
কোন যুক্তি নয়, না কোন শর্ত
কারো চোখে নয়, নিজের দৃষ্টিহীন
অন্ধকারে আমি আর থাকছিনা -
সংশোধিত আমি,ঐক্যবদ্ধ আমি
সাতরঙের সমাহিত একরঙা মুখ,
দেশের অখন্ডিত আবেগ জুড়ে
ঋতু বৈচিত্রের সংমিশ্রিত ঐক্যে
এক ও অভিন্ন সুরের অভিরূপ
সম্প্রিতির হিয়াজুড়ে সুখ সংলাপ।
অঘোষিত, অযাচিত অন্ধকারে
সুস্পষ্ট প্রেম ও একাত্মার অবকাশ।
==================
একটা সকাল দিতে পারবে?
বলেছিল দীর্ঘ অন্ধকারের আমি,
সারাদেহে ছিল পরাধীনতা
মনে দাসত্বের ঘেন্নাময় দুর্গন্ধ
অন্তর আত্মায় সুবাসিত দেশভক্তি,
দুচোখে হীন অশ্রুর আপোষহীন
চীৎকার,স্বাধীনতা চায়, চায় মুক্তি
সে এক অভিন্ন, অদ্বিতীয় লড়াই।
ভাগাভাগি, দলাদলি আর বিভেদ
যন্ত্রণার বল্গাহীন দৌড়, এখন?
সে মুক্তি অবসাদ আর আত্মগ্লানি।
কোন যুক্তি নয়, না কোন শর্ত
কারো চোখে নয়, নিজের দৃষ্টিহীন
অন্ধকারে আমি আর থাকছিনা -
সংশোধিত আমি,ঐক্যবদ্ধ আমি
সাতরঙের সমাহিত একরঙা মুখ,
দেশের অখন্ডিত আবেগ জুড়ে
ঋতু বৈচিত্রের সংমিশ্রিত ঐক্যে
এক ও অভিন্ন সুরের অভিরূপ
সম্প্রিতির হিয়াজুড়ে সুখ সংলাপ।
অঘোষিত, অযাচিত অন্ধকারে
সুস্পষ্ট প্রেম ও একাত্মার অবকাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন